Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকে প্রয়োজন: গণশিক্ষামন্ত্রী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:০৯ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৫:২৪ PM

bdmorning Image Preview


দেশের উন্নয়নের জন্য আবারও শেখ হাসিনাকে প্রয়োজন উল্লেখ্য করে দেশের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বিরোধী দলের কার্যক্রমের কথা তুলে বলেন, যারা হরতালের নামে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষকে পুড়িয়ে মারে তারা কখনো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শেখ হাসিনা বেঁচে থাকলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে বলেই ২১শে আগষ্টের মত জঘণ্যতম ঘটনা ঘটিয়েছিল তারা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকাররের আমলে চোখে দেখার মত উন্নয়ন হয়েছে এবং আগামীতে ও হবে। বঙ্গবন্ধু কন্যার কারণেই আজ বয়স্ক, বিধবা, পুষ্টি ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতা পাচ্ছে জনগণ।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের মুক্তিযোদ্ধা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল করীম, মুক্তিযোদ্ধা রিয়াজ মাহমুদ, মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা এনতাজুল ইসলামসহ সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

Bootstrap Image Preview