Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঐক্যবদ্ধ হলে জনগণের বিজয় অনিবার্য: ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৫১ PM

bdmorning Image Preview


ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার মূল্যবোধকে রক্ষা করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। কেবল ঐক্যবদ্ধ হলে জনগণের বিজয় অনিবার্য।

রবিবার (১৬ ডিসেম্বর) সকালে স্বাধীনতার ৪৭তম বার্ষিকীতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে ঐক্যকে সামনে রেখে বিজয় অর্জন করেছিলাম, সেই শক্তিতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যের বিরুদ্ধে যারা লাগে, সেটি যেকোনো দিক থেকে হোক, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।আসুন আমরা ঐক্যকে সুসংহত করি।মনে রাখবেন ঐক্যবদ্ধ জনগণের বিজয় অনিবার্য।

ড. কামাল বলেন, যারা রুগ্ন রাজনীতি করে, তারা লাঠিয়াল ব্যবহার করে। তারা কালো টাকা ব্যবহার করে। তারা জনগণকে মর্যাদা দেয় না। এগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ—এই চার মূলনীতির বাংলাদেশ দেখতে লাখ লাখ মানুষ শহীদ হয়েছেন। আজ সেটি অনুপস্থিত।আমরা সেই বিষয়গুলো সামনে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাব।

শ্রদ্ধা জানানোর সময় ড. কামাল হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির নেতা নজরুল ইসলাম খান, ঐক্যফ্রন্টের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, গণফোরাম নেতা মোস্তাফা মহসীন মন্টু প্রমুখ।

Bootstrap Image Preview