Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সেরা পাঁচে মোস্তাফিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
ছবিঃ সংগৃহীত


ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজেকে সেই ভাবে তুলে ধরতে পারেনি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তাতে একটু মন খারাপ থাকতে পারে ফিজের। কিন্তু তাঁর জন্য একটি সুসংবাদ আছে। হয়তো এই সংবাদটা তাঁর সামনের পথ চলায় অনুপ্রাণিত করবে।

হ্যাঁ, সদ্য আইসিসিন ওয়ানডে বোলিং র‍্যাকিংয়ের তালিকা প্রকাশ করেছে । সেই তালিকায় সেরা পাঁচে রয়েছে মোস্তাফিজের নাম।ক্যারিয়ার সেরা রেটিং পেতে সিরিজে ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। চতুর্থ স্থানে থাকা কাগিসো রাবাদার সঙ্গেও রেটিং ব্যবধান খুব বেশি নয়। মোস্তাফিজের রেটিং ৬৯৫ আর রাবাদার ৭০২।

এই তালিকায় প্রথমে আছেন টিম ইন্ডিয়ার পেস বোলার জাসপ্রতি বুমরা।দ্বিতীয় স্থানে ৭৮৮ র‍্যাটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের রশিদ খান। তৃতীয় স্থানে ৭২৩ পয়েন্ট নিয়ে আছেন কুলদেব যাদব। চতুর্থ স্থানে কাসিগো রাবাদার র‍্যাটিং পয়েন্ট ৭০২ ও পঞ্চম স্থানে মোস্তাফিজের পয়েন্ট ৬৯৫।ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন মেহেদী হাসান মিরাজও। ৬ উইকেট নিয়ে ১৯ ধাপ এগিয়ে রয়েছেন ২৮ নম্বরে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও এগিয়েছেন ১০ ধাপ। মিরাজের মতো একই সংখ্যক উইকেট নিয়ে তার অবস্থান ২৩। সাকিবের অবস্থান ২৬ নম্বরে।

অন্য দিকে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিবের জন্যও সুখবর আছে। র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষে থাকা রশিদ খানের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান মাত্র এক।

ব্যাটসম্যানদের ক্ষেত্রে মুশফিকুর রহিম ক্যারিয়ার সেরা ৭১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ১৫ নম্বরে। সৌম্য সরকার ১০ ধাপ এগিয়ে ৪২ নম্বরে আর লিটন ৪ ধাপ এগিয়ে রয়েছেন ৯৮ নম্বরে।

Bootstrap Image Preview