Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবা বেঁচে থাকলে এখনকার আওয়ামী লীগ করতেন না: রেজা কিবরিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেছেন, বাবা বেঁচে থাকলে এখনকার আওয়ামী লীগ করতেন না।

শনিবার বিকালে বাহুবলের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, বাবার স্বপ্ন পূরণ করতেই আমি রাজনীতিতে এসেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছি। বড় চাকরি ছেড়ে আজ আপনাদের সেবায় এসেছি। আমি আপনাদের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হলে নবীগঞ্জ-বাহুবলের মানুষকে ভিক্ষার জন্য কারো কাছে হাত পাততে হবে না।দেশ বিদেশ ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা দুই উপজেলার মানুষদের ভাগ্যেন্নয়নে কাজে লাগাব।

সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া। তিনি হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী। গণফোরামের এই নেতা জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পাচ্ছে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ওরা ভয় পায় বলেই ড. কামাল হোসেন, আ স ম রব ও আমার ওপর হামলা চালায়। আমরা ভীরু নই, হামলা মামলা আমরা ভয় পাই না।

এসময় তিনি নেতাকর্মীদের ৩০ ডিসেম্বর পর্যন্ত ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করার আহ্বান জানান। এর আগে তিনি নেতাকর্মীদের নিয়ে বাহুবল বাজারে নির্বাচনী প্রচার চালান।

এ সময় তার সঙ্গে ছিলেন জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজুসহ অঙ্গসংগঠনের নেতারা।

Bootstrap Image Preview