Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিদ্বন্দ্বীদের মন থেকেই শ্রদ্ধা করি: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৫১ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ক্রিয়া ব্যাক্তিতের মধ্যে অন্যতম মাশরাফি বিন মুর্তজা। জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়েছেন আওয়ামী লীগের হয়ে। এ নিয়ে দেশে বিদেশে চলছে চর্চা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নড়াইল-২ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন মাশরাফি।

বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, খেলার মাঠ থেকে রাজনীতিতে আসার পেঠনের কারণ, সামনে তার কি কি পরিকল্পনা আছেসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন মাশরাফি।

নির্বাচনে অংশ নেওয়া প্রর্থীদের বৈশিষ্ট কেমন হওয়ার উচিত এমন এক প্রশ্নের জবাবে মাশরাফি বলেন,  'আমি যা বলতে পারি তা হলো, রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা অন্য রাজনৈতিক মূল্যবোধ নিয়ে যারা চলেন, তাদের আমি অসম্মান করি না। আমি বলতে চাই, সবারই যাকে পছন্দ তাকে সমর্থন জানানোর অধিকার আছে। আমি আমার প্রতিদ্বন্দ্বীদের মন থেকেই শ্রদ্ধা করি। একজন নেতার যোগ্য হওয়া উচিত, ভালো মানুষ হওয়া উচিত। আমাদের তরুণেরা সামাজিক অবক্ষয় সামনে থেকেই দেখতে পাচ্ছে। আমার ধারণা, তাদেরও উচিত রাজনীতিতে আসা।’

এদিকে নির্বাচনে জয়ী হলে দেশের কেন ক্ষেত্রে কাজ করতে চান এমন প্রশ্নে তিনি বলেন, আপাতত নিজ অঞ্চলের মানুষের জন্য কাজ করার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে’ এগিয়ে নিতে চাই।

তিনি আরো বলেন, ‘আমি যেহেতু একজন ক্রিকেটার; আমার ইচ্ছা ক্রীড়া ক্ষেত্রে কিছু করা। খেলোয়াড় হওয়ার কারণে আমার ইচ্ছা এখানেই সীমাবদ্ধ। এখানে কিছু করতে পারি কিনা, সেটিই দেখতে চাই।’

Bootstrap Image Preview