Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পশ্চিম জেরুজালেম ইসরাইলের রাজধানী স্বীকৃতি অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৩:৪২ PM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন শনিবার সিডনিতে এক বিবৃতিতে মধ্যপ্রাচ্যে কয়েক দশকের নীতিতে বড় পরিবর্তন এনে পশ্চিম জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে অস্ট্রেলিয়ার স্বীকৃতির কথা বলেন।

সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছে অধিকৃত পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার। তবে ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের একটা শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের মতো নিজেদের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেবে না।

শুক্রবার ইস্তাম্বুলে জেরুজালেম ইস্যুতে একটি আন্তঃপার্লামেন্ট আলোচনায় তিনি বলেন, গত ৫০ বছর ধরে ইসরাইল জেরুজালেমে থাকা ইসলামী ঐতিহ্যের নিশানা মুছে ফেলছে। সতর্ক করে তিনি বলেন, ইসরাইল কখনোই এই নিশানা মুছে ফেলতে পারবে না।

সিডনিতে জেরুজালেমের ব্যাপারে তার সরকারে নতুন ঘোষণার ব্যাপারে মরিসন বলেন, যেহেতু সেখানে নেসেটের আসন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তাই পশ্চিম জেরুজালেমকে এখন থেকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া।

তিনি বলেন, কার্যকর এবং চূড়ান্ত অবস্থা নির্ধারিত হওয়ার পর পশ্চিম জেরুজালেমে আমাদের দূতাবাস সরিয়ে নেয়ার দিকে আমরা তাকিয়ে আছি। ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বের অন্যতম একটি ইস্যু হল এই জেরুজালেম। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

Bootstrap Image Preview