Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমজাদ হোসেনকে বুদ্ধিজীবী করবস্থানে দাফনের সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০২:৪৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক গত শুক্রবার (১৪ ডিসেম্বর) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশ বরেণ্য এই নির্মাতাকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী করবস্থানে দাফন করার সিদ্ধান্ত নিয়েছেন পরিবার।

জানা যায়, সদ্য প্রয়াত আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আকতারের ইচ্ছাতেই তাকে বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

গত ১৮ নভেম্বর দেশ বরেণ্য গুণী নির্মাতা আমজাদ হোসেন স্ট্রোক করলে তাকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। গত ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান আমজাদ হোসেন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Bootstrap Image Preview