Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যুবরাজকে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিতে নিতে সমর্থকদের আর্জি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৪ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


মাঝে আর মাত্র একটা দিন। তারপরই জয়পুরে বসতে চলেছে ২০১৯ আইপিএল নিলামের আসর। তার আগে একটা আবদার জুড়ে বসেছেন চেন্নাই সমর্থকরা। এবার চেন্নাইয়ে ধোনির অধিনায়কত্বে যুবরাজ সিংকে দেখতে চান সমর্থকরা।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজির একটা টুইটে বলা হয়েছিল, 'এমন একজন সিংহর নাম বলুন যাঁকে আপনারা হলুদ জার্সিতে দেখতে চান?'‌ টুইটারে তার জবাবে দেখা গেল যুবরাজ সিংই এগিয়ে। এক কোটির বেস প্রাইজ নিয়ে এবার নিলামে যাচ্ছেন যুবরাজ।

দীর্ঘদিন খেলার বাইরে যুবরাজ। গত মৌসুমটা একদমই ভাল যায়নি পাঞ্জাবের হয়ে। তাই ২০১৯ নিলামের আগে তাঁকে ছেড়ে দিয়েছে কিংস ইলেভেন। তাই নিলামে উঠতে হচ্ছে যুবরাজকে। আগামী বছর মার্চে শুরু হবে আইপিএল। ২৯ মার্চ প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।

ভারতীয়দের মধ্যে আইপিএল নিলামে সব থেকে বেশি বেস প্রাইজ নিয়ে নামছেন জয়দেব উনাদকট। তাঁর মূল্য দেড় কোটি টাকা। যুবরাজ সিং ছাড়া এক কোটির বেস প্রাইজে রয়েছেন ঋদ্ধিমান সাহা, মোহম্মদ সামি ও অক্ষর প্যাটেল।

দেড় কোটির ওপরে কোনও ভারতীয় নেই। দু'‌কোটির তালিকায় রয়েছেন লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কলিন ইনগ্রাম, ব্রেন্ডন ম্যাকালাম, কোরি অ্যান্ডারসন, ক্রিস ওকস, স্যামুয়েল কুরান, শন মার্শ ও ডি'‌আর্কি শর্ট।

Bootstrap Image Preview