Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি নেতৃত্বাধীন পিজিসিসি’র দাঁত নেই: কাতার

হাসান বখস, কাতার
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৩ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০১:০৫ PM

bdmorning Image Preview


দোহা ফোরাম ডায়ালগের বার্ষিক অনুষ্ঠানে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, সৌদি আরবের নেতৃত্বে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ চলছে তার কোনো দাঁত নেই এবং এ সংস্থা এখন সদস্য দেশগুলোকে জবাবদিহি করার ক্ষমতা রাখে না।

তিনি বলেন, আমরা বিচ্ছিন্ন কোনো দেশের চেয়ে সংস্থার সদস্য দেশ হিসেবেই অনেক বেশি সংশ্লিষ্ট।

আবদুর রহমান আরো বলেন, তারা কিছু কৌশল তৈরি করে রেখেছে এবং তারা কখনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না কারণ এসব দেশ মনে করে তারা জবাবদিহি করতে বাধ্য নয়।গত ৯ ডিসেম্বর পিজিসিসি’র বার্ষিক শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। সৌদি রাজা সালমানের দাওয়াত সত্ত্বেও সম্মেলনে অংশ নেন নি কাতারের আমির; তিনি একজন প্রতিনিধি পাঠান।

গত বছরের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর কাতারের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপ করে। তারপর থেকে কাতারের সঙ্গে সৌদি আরবের ব্যাপক কূটনৈতিক দ্বন্দ্ব চলছে। কার্যত পিজিসিসি নামের এ সংস্থাটিও তখন থেকে অকার্যকর হয়ে আছে।

Bootstrap Image Preview