Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিজয়ের আনন্দ নেই গোটা জাতির মাঝে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১২:০১ PM

bdmorning Image Preview


আজ ১৬ই ডিসেম্বর বিজয়ের দিনে গোটা জাতি বিজয়ের আনন্দ করতে পারছেনা বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মিজা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার(১৬ই ডিসেম্বর) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,ভাইস-চেয়ারম্যান ডা:জাহিদ হোসেন,আহমেদ আযম খান,ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা:দেওয়ান সালাউদ্দীন বাবু,নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এসম ফখরুল বলেন, প্রতিদিনই ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে। গনতন্ত্র ফিরিয়ে বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চলছে চলব।

ইসি অযোগ্যতার প্রমান দিচ্ছে বলে অভিযোগ করেন মিজা ফখরুল। তিনি বলেন, ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের উপর সরকার যে হামলা মামলা নির্যাতন চালাচ্ছে তাতে নির্বাচন একটি প্রহসনে পরিনত হচ্ছে, সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশন অযোগ্যতার প্রমান দিচ্ছে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণ সরকারের সব অপচেস্টা ব্যর্থ করে ঐক্যপ্রন্টকে বিজয়ী করবে, দেশে সুশাসন প্রতিষ্ঠা করে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

Bootstrap Image Preview