Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নানা অয়োজনে সালথায় মহান বিজয় দিবস উদযাপিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস ২০১৮ উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ রবিবার সকালে সালথা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তপধ্বনি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও পায়রা উড়িয়ে এ জমকালো অনুষ্ঠান শুরু করা হয়। এসময় জাতীয় সংসদ উপনেতা, উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সালথা প্রেসক্লাব, সেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাকের পার্টি, সালথা কলেজ, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু সৈনিক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ ও সালথা বাজার বনিক সমিতিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন।  

উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলামের সভাপতিত্বে প্রথমে জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপনেতার মেজপুত্র সাজেদ আকবর চৌধুরী, সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন। এরপর উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আ’লীগের পক্ষে সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো. ফারুকউজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, দপ্তর সম্পাদক মজিবুল হকসহ নেতৃবৃন্দ।

এসময় অন্যদের মধ্যে সালথা থানা অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা খন্দকার আলীমুজ্জামান, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বাচ্চু মাতুব্বার, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, সহকারী অধ্যাপক মাছরুর খান সবুজ, উপজেলা প্রকৌশলী শাহ মো. আজিজুর রহমান, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সিনিয়ির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম শাহজাহান, সহসভাপতি আবু নাসের হুসাইন, দপ্তর সম্পাদক মজিবর রহমান, সাংবাদিক আজিজুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী জানে-ই মারজানা সারমিন, যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, সহসভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন, যুবলীগ নেতা বিপ্লব সাহা, মনির হোসেন খান, সাধারন সম্পাদক মো. নাজমুল হোসেনসহ সকল সংগঠনের সদস্য ও নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ, কুচকাওয়াচ, স্কুল ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিরতির পর সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। উপজেলা প্রশাসন ও পরিষদ এসময় উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেবেন। অনুষ্ঠানের শুরু থেকেই স্কুল মাঠ দর্শকে কানায় কানায় ভর্তি ছিল। 

Bootstrap Image Preview