Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু যথাযত বিচার পাবেন

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০২ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝু যথাযথ প্রক্রিয়ায় বিচার পাবেন বলে যুক্তরাষ্ট্র ও কানাডা শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছে। তারা এই ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবে চীনে আটক দুই কানাডিয় নাগরিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কানাডায় এসব ব্যাপারে রাজনৈতিক হস্তক্ষেপের কোন সুযোগ নেই। কর্তৃপক্ষ নৈতিকতার সঙ্গে বৈধভাবেই মেং ওয়ানঝুর আটকের বিষয়টি দেখছে।

মার্কিন নিষেধাজ্ঞা লংঘন করে হুয়াওয়ে ইরানের সঙ্গে লেনদেন করেছিল বলে অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র তাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের জন্য কানাডার প্রতি অনুরোধ জানায়।ক্রিস্টিয়া যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আইনের শাসন বহাল রাখার ব্যাপারে একমত। আইন অনুযায়ী মেং এর অধিকার নিশ্চিত করব। আমরা প্রমাণ করব যে, কানাডার বর্তমান আইনি প্রক্রিয়া রাজনৈতিক প্রভাবমুক্ত। যুক্তরাষ্ট্রের মেংকে হস্তান্তরের বিষয়টিতে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্রও সবক্ষেত্রেই আইনের শাসনের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল।

হুয়াওয়ে বলেছে, মেং ওয়ানঝু অন্যায় কিছু করেছেন বলে তাদের জানা নেই।

গত মঙ্গলবার শুনানি শেষে শর্ত সাপেক্ষে হুয়াওয়ের জামিন মঞ্জুর করেন কানাডার আদালত। দোষী সাব্যস্ত হলে যুক্তরাষ্ট্রে ৩০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর। মেং ওয়ানঝুকে গ্রেপ্তারের ঘটনাটি যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Bootstrap Image Preview