Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সর্বোচ্চ রান-উইকেট নেওয়ার তালিকায় আধিপত্ত টাইগারদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০১ AM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করেছেন সফরকারী দলের ওপেনার শাই হোপ। ৩ ম্যাচের ৩ ইনিংসে ২৯৭ গড়ে ২টি অপরাজিত সেঞ্চুরিসহ মোট ২৯৭ রান করেছেন তিনি। এদিকে সর্বোচ্চ উইকেটি সংগ্রাহকের তালিকায়  যৌথভাবে শীর্ষে আছেন মেহেদি হাসান মিরাজ ও বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

হোপের পর সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের তামিম ইকবালের। ৩ ইনিংসে ২টি হাফ সেঞ্চুরিতে ১৪৩ রান করেছেন তামিম। তৃতীয় থেকে পঞ্চম স্থান দখলে রেখেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। মুশফিকুর রহিম ১৩৩, সৌম্য সরকার ১০৫ ও সাকিব আল হাসান ৯৫ রান করেন।

ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :

খেলোয়াড় ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০ ৫০
শাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ২৯৭ ১৪৬* ২৯৭.০০ ২ ০
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩ ৩ ১৪৩ ৮১* ৭১.৫০ ০ ২
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ৩ ৩ ১৩৩ ৬২ ১৩৩.০০ ০ ২
সৌম্য সরকার (বাংলাদেশ) ৩ ৩ ১০৫ ৮০ ৩৫.০০ ০ ১
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৩ ২ ৯৫ ৬৫ ৪৭.৫০ ০ ১

৩ ম্যাচের ৩ ইনিংসে সমান ৬টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ। ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।

ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার :

খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট ইনিংসে ৪ উইকেট ম্যাচে ৫ উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ৩ ৩ ২৯.০ ৯৮ ৬ ১ ০
মাশরাফি বিন মর্তুজা (বাংলাদেশ) ৩ ৩ ২৯.০ ১১৬ ৬ ০ ০
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৩ ৩ ৩০.০ ১৩১ ৫ ০ ০
ওশানে টমাস (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ১৫.০ ৮৮ ৪ ০ ০
কেমো পল (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ২৫.০ ১৪৩ ৪ ০ ০

Bootstrap Image Preview