Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জীবননগরে সরকারিভাবে আমন চাল ক্রয় শুরু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:০২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:০২ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগরে মিল মালিকদের নিকট থেকে সরকারিভাবে আমন চাল ক্রয় শুরু হয়েছে।

আজ শনিবার বিকাল ৪টার সময় উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা খাদ্যগুদামে আমন চাল ক্রয়ের উদ্বোধন করেন।  

জানা গেছে, ২০১৮-২০১৯ অর্থবছরের ১ ডিসেম্বর থেকে ২৮ শে ফেব্রয়ারী পর্যন্ত উপজেলার ৬৩টি মিল মালিকের নিকট নিকট থেকে সরকারি ভাবে ৩৬ টাকা কেজি দরে ১৩৭৭ মেট্রিকটন আমন চাল ক্রয় করা হবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা (ভারপ্রাপ্ত) খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আঃ খালেক, উপজেলা (ভারপ্রাপ্ত ) খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রমজান আলী, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, পৌর যুবলীগের সভাপতি শাহ শরিফুল ইসলাম ছোট বাবু, মিলার সাংবাদিক জামাল হোসেন খোকন প্রমুখ। 

Bootstrap Image Preview