Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টারে উড়ে এসে স্ত্রীর জন্য ভোট চাইলেন হাওলাদার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৭ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৭:০৯ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হেলিকপ্টারে এসে স্ত্রী নাসরিন জাহান রত্না আমিনের লাঙ্গল প্রতীকে ভোট চাইলেন জাতীয় পার্টির সদ্য সাবেক মহাসচিব এবিএম রূহুল আমিন হাওলাদার।

শনিবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে হেলিকপ্টারে করে তিনি বাকেরগঞ্জে আসেন। এরপর তিনি বাকেরগঞ্জ পৌর শহরের সদররোড, বাসস্ট্যান্ড, সাহেবগঞ্জ এলাকায় পায়ে হেটে গণসংযোগ করে স্ত্রীর লাঙ্গল প্রতীকে ভোট চান।

রূহুল আমিন হাওলাদার বেলা ১১টার দিকে হেলিকপ্টারে বাকেরগঞ্জে পৌঁছেন। এরপর তিনি গণসংযোগে নামেন। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তার সঙ্গে থাকলেও ছিলেন না মহাজোটের শরীক আওয়ামী লীগের নেতাকর্মীরা।

গণংসংযোগকালে রূহুল আমিন হাওলাদারের সঙ্গে ছিলেন- পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহম্মেদ হাওলাদার, বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম সম্পাদক মানিক হাওলাদার প্রমুখ। গণসংযোগ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে তিনি ঢাকায় চলে যান।

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে বরিশাল- ৬ আসনে মহাজোটের সাংসদ ছিলেন রূহুল আামিন হাওলাদার। ২০১৪ সালের নির্বাচনে তিনি আসনটি স্ত্রী রত্না আমিনকে ছেড়ে দিয়ে পটুয়াখালী-১ আসনের সাংসদ হন।

এবারও পটুয়াখালী-১ আসনের প্রার্থী হলে ঋণখেলাপির দায়ে রূহুল আামিনের মনোনয়পত্র বাতিল হয়ে যায়। মনোনয়ন বাণিজ্যের অভিযোগে মহাসচিবের পদও হারান তিনি। এসব ঘটনার পর প্রথম রূহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জে আসেন।

Bootstrap Image Preview