Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ছিল ভিক্ষুকের দেশ, আজকে উন্নয়নের মহাসড়কে: খোকন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৬:২৩ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ PM

bdmorning Image Preview


গাজীপুর-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির জ‌য়ের ল‌ক্ষে ‌দ্বিতীয় দি‌নের মত উঠান বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আজ ‌শ‌নিবার সকাল থে‌কেই কাপাসিয়া উপজেলার দুর্গাপুর এলাকায় উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন তি‌নি। দুর্গাপুর ৫নং ওর্য়া‌ডে এই প্রচারণা চা‌লা‌নো হয়, এছাড়াও দড়িনাশেরা, ফেটালিয়া, লক্ষ্মীপুরা, একডালাসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি।

এসময় আশরাফুল আলম খোকন বলেন, আওয়ামী লীগ সরকার গত দশ বছরে যে পরিমাণ উন্নয়ন করেছে, অতীতের ২৮ বছরে কোন সরকার তা করতে পারেনি। আগে বাংলাদেশ ছিল ভিক্ষুকের দেশ। আজকে উন্নয়নের মহাসড়কে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের রোল মডেল। বিজয়ের মাস ডিসেম্বরে স্বাধীনতার পক্ষে ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিলেই দেশের মানুষ ভাল থাকবে। উন্নয়ন হবে।

তি‌নি আরও ব‌লেন, কাউকে না খেয়ে থাকতে হবে না।অন্যদিকে স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থেমে যাবে। জঙ্গিবাদ-সন্ত্রাস সৃষ্টি হবে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য নৌকার বিকল্প নেই। গাজীপুর-৪ আসনের প্রার্থী সিমিন হোসেন রিমিসহ দেশবাসীকে অনুরোধ জানাই নৌকায় ভোট দিয়ে বিজয়ের মাসে আরেকটি বিজয় দেশবাসীকে উপহার দিন। নৌকার বিজয় হলে দেশের জনগণের বিজয় হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।

উঠান বৈঠকে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজগর রশিদ খান, যুবলীগ নেতা নূরে আলম সুমন, ইউপি সদস্য আব্দুল কাইয়ুম মোল্লা, শরিফুল আলম শামীম, জাহিদুল হক দিলীপ, ছাত্রলীগ নেতা আব্দুল কাইয়ুম, আকরাম হোসেন মাসুম, সোহানুর রহমান প্রমুখ।

Bootstrap Image Preview