Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০৫ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী দাউদার মাহমুদ চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন।

দাউদার মাহমুদ বলেছেন, চলনবিল কৃষি ও মৎস্য ভাণ্ডার। বিএনপি জোট সরকার গঠন করলে চলনবিলে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। পাশাপাশি মৎস্য অভয়াশ্রমও করা হবে।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

দাউদার মাহমুদ আরও বলেন, কৃষি ও মৎস্যসম্পদ ব্যবহার করে যুবকদের বেকারত্ব দূর করা হবে। নারীদের জন্য কর্মসংস্থান করা হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সিংড়া উপজেলা উপহার দেয়া হবে।

সিংড়ার আসনটি বিএনপি-জামায়াতের ঘাঁটি হওয়ায় বিএনপি জোট চাচ্ছে তাদের হারানো আসনটি ফিরে পেতে। এলাকায় তরুণ প্রার্থী হিসেবে দাউদার মাহমুদের সমাদরও ব্যাপক বলে জানান স্থানীয়রা।

Bootstrap Image Preview