Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বিজয় দিবসে আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে রাখতে চাচ্ছি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৩ PM

bdmorning Image Preview


বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক গত শুক্রবার (১৪ ডিসেম্বর) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরেণ্য এই চলচ্চিত্রকারের মরদেহ আজ রাতে অথবা কাল সকালে দেশে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন পরিচালক এস এ হক অলিক।

এ নির্মাতা বলেন, ‘হাসপাতাল এবং ঐ দেশের কিছু প্রক্রিয়া রয়েছে সেগুলো এখনও করা হচ্ছে। কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে গুলজার ভাই (পরিচালক মুশফিকুর রহমান গুলজার) কথা বলেছেন। তারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আশা করছি আজকে রাতে অথবা কাল সকালে মরদেহ নিয়ে আসবে।’

তিনি আরো বলেন, ‘এখনো ফ্লাইট কনফার্ম হয়নি। বিকালে কনফার্ম হবে। আমরা বিজয় দিবসে শহীদ মিনারে তার মরদেহ রাখতে চাচ্ছি।’

গত ১৮ নভেম্বর দেশ বরেণ্য গুণী নির্মাতা আমজাদ হোসেন স্ট্রোক করলে তাকে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ইমপালস হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেয়া হয়। গত ১৪ ডিসেম্বর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। এর মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরবর্তীতে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার।

এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ সিনেমা নির্মাণ করে প্রশংসা কুড়ান আমজাদ হোসেন। ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘ভাত দে’, ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

Bootstrap Image Preview