Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সালথায় ধানের বস্তার নিচে চাপা পড়ে ভ্যান চালকের মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০২:২৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় ধানের বস্তার নিচে চাপা পড়ে রোকন শেখ (৫৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর দাসিবাড়ী ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। রোকন উপজেলার যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামের মৃত আলেম শেকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে উজিপুর থেকে ধানের বস্তা ভ্যানে করে রামকান্তপুর গ্রামের আত্মীয় বাড়ি যাচ্ছিলেন ভ্যানচালক রোকন শেখ। দাসিরবাড়ী ব্রীজে উঠার সময় ভ্যান গাড়ীটি পিছনে ঢালে উল্টে গিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালক ধানের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি সালথা পুলিশ খবর পাওয়ার আগেই পরিবারের লোকজন লাশটি বাড়িতে নিয়ে যায় বলে যদুনন্দী ইউপি সদস্য সিরাজ শেখ জানিয়েছেন।

এবিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে রোকনের লাশ বাড়িতে নিয়ে যায়। 

Bootstrap Image Preview