Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরুকে 'জাতির মাতা' হিসেবে চায় হিমাচল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:২৮ PM

bdmorning Image Preview


ভারতে গরুকে ‘জাতির মাতা’ হিসেবে চায় দেশটির হিমাচল প্রদেশ। বিলটি পাসের জন্য এবার পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে। কেন্দ্রে পাস হলেই ‘রাষ্ট্রমাতা’ হিসেবে গৃহীত হবে গরু।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিল পাস করেছে হিমাচল প্রদেশের বিধানসভা।

বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বিধানসভায় চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম গরুকে ‘জাতির মাতা’ করার দাবি উঠেছিল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার বিজেপির সমর্থন নিয়ে বিধানসভা অধিবেশনে এ প্রস্তাব আনেন এক কংগ্রেস বিধায়ক অনিরুদ্ধ সিং। সেখানে পাস হওয়া প্রস্তাবটি এখন কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাচ্ছে হিমাচল প্রদেশের বিধানসভা। এ সম্পর্কে অনিরুদ্ধ সিং বলেন, ‘গরু কোনো ধর্ম-বর্ণ-জাতির গণ্ডির মধ্যে পড়ে না।

মানবজাতির প্রতি বিশাল অবদান রেখে চলেছে। উত্তরাখণ্ড ইতিমধ্যেই এ পদক্ষেপ গ্রহণ করেছে। যখন দুধ দেয় না, তখন তার কোন জায়গা হয় না। তাই এ পদক্ষেপ নেয়া জরুরি।’ গরুর প্রতি সব ধরনের অন্যায়-অবিচার বন্ধ করার আহ্বান জানানোর পাশাপাশি গো-রক্ষা আন্দোলনের নামে মানুষ খুন করার প্রতিরোধে আইন করার দাবি জানিয়েছেন এই কংগ্রেস নেতা।

Bootstrap Image Preview