Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

“আপনাদের ভালোবাসা আর দোয়ায় বাকিটা পথ পাড়ি দিতে চাই”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শুক্রবার ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। যদিও বছরের শুরুতে আফ্রিকার মাটিতে ভরাডুবির পর কিছুটা টানমাটাল ছিলো বাংলাদেশের ক্রিকেট।স্টিভ রোডসের কোচিং দায়িত্ব নেওয়ার পর জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ, নভেম্বরে জিম্বাবুয়ে আর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে চলতি বছর তৃতীয় ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে তারা। তাই বছরের শেষটা দুর্দান্ত ভাবেই করলেন মাশরাফি।

জয় পাওয়ার পর ফেসবুকে এক পোস্ট দেন মাশরাফি বিন মুর্তজা। তিনি লিখেছেন, আজকের প্রাপ্যের অনুভূতিটা একটু অন্যরকম। আজ আমি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খেলেছি আমার ৭০তম ম্যাচ। আমি কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার কাছে। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সাবেক দলনেতাদের প্রতি। যাদের দেখানো পথে হেঁটে আমি এতদূর আসতে পেরেছি।

নড়াইল এক্সপ্রেস ক্ষ্যাত এই তারকা আরও লিখেন, গাজী আশরাফ ভাই, মিনহাজুল আবেদিন নান্নু ভাই, আকরাম খান ভাই, আমিনুল ইসলাম বুলবুল ভাই, নাঈমুর রাহমান ভাই, খালেদ মাসুদ ভাই, হাবিবুল বাশার সুমন ভাই, রাজিন সালেহ, মোহাম্মাদ আশরাফুল এবং আমার বর্তমান দুই সহযোদ্ধা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। আমি আরও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের সব মানুষকে, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণা না পেলে আমি এতদূর আসতে পারতাম না। আপনাদের ভালোবাসা আর দোয়া নিয়ে পাড়ি দিতে চাই বাকিটা পথও।

জানা যায়, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে টি-টুয়েন্টি দলকে শুভকামনা জানিয়ে ক্রিকেট থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিরতি নিচ্ছেন মাশরাফি। আগামী দুই-তিন দিনের মধ্যেই নেমে পড়বেন নির্বাচনী প্রচারণায়।

Bootstrap Image Preview