Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেই ব্যানার-ফেস্টুন, প্রার্থী নিজেই করছেন মাইকিং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪২ PM

bdmorning Image Preview


কড়িগ্রাম-১ আসনে জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে সংসদ নির্বাচনে লড়ছেন মাস্টার আব্দুল হাই। নিজেই চালাচ্ছেন প্রচারণা। একটি অটোরিকশায় করে একাই করছেন মাইকিং। তার নেই ব্যানার-ফেস্টুন। চা-পান খাচ্ছেন ভোটারদের কাছ থেকেই।

আব্দুল হাই মাস্টারের মতে, পোস্টার ব্যানারে যে খরচ হয়, সেই টাকা জনগণের কাছ থেকেই তুলে নেন জনপ্রতিনিধিরা। তাই তিনি নিজের জন্য কোনো পোস্টার বা ব্যানার তৈরি করেননি।

ভুরুঙ্গামারী উপজেলার ভরতেরছড়া গ্রামের বাসিন্দা আব্দুল হাই। ১৯৯৫ সালে চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অল্প ভোটে হেরে যান। এবারের নির্বাচনে তাকে নিয়ে বেশ আশাবাদী ভোটাররা।

Bootstrap Image Preview