Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই সিদ্ধান্ত নিব: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সিরিজটি জয় করে নিলো বাংলাদেশ। শুক্রবার তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে নিযে মাশরাফির দল। তবে সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচলনায় রয়েছে মাশরাফির অবসর প্রসঙ্গ। অনেকেই ভেবে নিচ্ছেন এটিই হয়তো দেশের মাটিতে মাশরাফির শেষ ম্যাচ ছিল। তবে গতকাল সিলেট স্টেডিয়ামে মাশরাফি ক্যারিয়ার নিয়ে তার পরিকল্পনার কথা জানালেন।

২০১১ সালের ইনজুরি থেকে ফিরে আসার পর প্রতিটি ম্যাচেই মাশরাফির মনে নতুন করে ইনজুরি পড়ার শঙ্কায় ভীত হওয়ার প্রসঙ্গ জানিয়ে তিনি বলেন, “সিরিয়াসলি ২০১১ থেকে প্রত্যেক ম্যাচে নামার আগে মনে হয় আল্লাহ না করুক হাঁটুতে আবার সমস্যা হয়ে যায়। যেগুলো আগে হঠাৎ করা হয়েছে। ২০১১ সাল থেকে এটা মনে হয়, সত্যি কথা।”  

ক্যারিয়ারে শেষের অঙ্কটা নিয়ে এখনই ভাবছেন না বলে মশারফি জানান, “সত্যি কথাই বলেছি। যে কয়বার বলেছি, মনের কথা বলেছি। কখনো এত গভীরভাবে ভাবিনি। সামনে আরো চ্যালেঞ্জ আছে। ওগুলো নেওয়ার জন্য প্রস্তুত হতে চাই।” 

বিশ্বকাপের পর তিার পরিকল্পনা নিয়ে জানতে চাইলে মাশরাফি বলেন, “বিশ্বকাপের পর কি করব সেটা বিশ্বকাপের শেষ ম্যাচ খেলেই সিদ্ধান্ত নিব। যদি মনে হয় না, তাহলে ঐদিনই বলে দিব। হয়তো ঘরে এসে বলব। যদি মনে হয় পারছি, এসে রিভিউ করে আপনাদের জানাব। আপানারা এত দ্বিধান্বিত হবেন না, একটু রিল্যাক্সড থাকেন।” 

Bootstrap Image Preview