Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়ার পর ভারতের শুরুটা ভালো হলো না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৫৭ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ১১:০৬ AM

bdmorning Image Preview


শনিবার পার্থে টেস্টের দ্বিতীয় দিন স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করে শেষ হল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। তাই ৬ উইকেট হারিয়ে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হলো ৩২৬। দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে তারা মাত্র ৪৯ রান যোগ করেছেন। তবে আজ দিনের শুরুতেই পিচের গতি প্রকৃতি নিয়ে কিছুটা আতঙ্কে রয়েছে ভারত। 

জবাবে মধ্যাহ্নভোজের বিরতির আগে ব্যাট করতে নেমে এক উইকেট খুঁইয়ে বসে ভারত। ফের ব্যর্থ মুরালি বিজয়। শূন্য রানে স্টার্কের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। বিরতিতে ১ উইকেট হারিয়ে ভারতের রান ছয়। তাই কিছুটা বিপত্তি নিয়েই তারা লাঞ্চ বিরতিতে গেলো।

শনিবার সকালে অস্ট্রেলিয়ার হয়ে টিম পেন (অপরাজিত ১৬) ও প্যাট কামিংস (অপরাজিত ১১) রান নিয়ে শুরু করেন। দিনের শুরুতে  ভারতীয় বোলারদের বিরুদ্ধে তখন বেশ জাঁকিয়ে বসেছেন অজি দলনায়ক টিম পেইন ও প্যাট কামিন্স। কিন্তু দিনের ১৫ তম ওভারে দলীয় ৩১০ রানের মাথায় কামিন্স আউট হতেই আর রোখা যায়নি ভারতীয় বোলারদের। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করে ব্যক্তিগত ১৯ রানে উমেশ যাদবের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন প্যাট।

পরেই ওভারে স্কোরবোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই ব্যক্তিগত ৩৮ রানে বুমরাহর শিকার হন অধিনায়ক পেইন। শেষে ইশান্তের বলে উইকেটের পিছনে পন্তকে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল স্টার্ক ও জোস হ্যাজেলউড।৮ বল থেকে ৯ রান নিয়ে অপরাজিত থেকে যান নাথান লায়ন

এর আগে শুক্রবার টেস্টের প্রথম দিনে পার্থে টসে জিতে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই হয় তাদরে। প্রথম উইকেটে ১১২ রানে তালে দুই ওপেনার। যা বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেনঅস্ট্রেলিয়াকে। এ সময় ওপেনার  অ্যারন ফিঞ্চকে (৫১) এলবিডব্লুর ফাঁদে জড়িয়ে সাজঘরে ফেরত পাঠান বুমরাহ৷

তিন নম্বরে নামা উসমান খোওয়াজা (৫) উমেশ যাদবের লাফিয়ে ওঠা বলে কাট করতে গিয়ে ঋষভের হাতে ধরা পড়েন৷ অন্য ওপেনার মার্কাস হ্যারিস ৭০ রানের অনবদ্য ইনিংস খেলা হ্যারিস ভারতের পার্টটাইম স্পিনার হনুমা বিহারীকে উইকেট দিয়ে ক্রিজ ছাড়েন৷

তিন নম্বরে নামা উসমান খাওয়াজা (৫) ও পাঁচ নম্বরে নামা পিটার হ্যান্ডসকম্ব (৭) রানে আউট হয়ে চাপে পড়ে অসিরা। ১৪৮ রানে চার উইকেট পড়া অস্ট্রেলিয়ারকে চাপ মুক্ত করেন  শন মার্শ ও ট্র্যাভিস হেড জুটি। পঞ্চম উইকেটে মার্শ-হেড মিলে ৮৪ রান যোগ করেন।

শেষে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় মার্শকে৷ ৬টি বাউন্ডারির সাহায্যে ৯৮ বলে ৪৫ রান করে হনুমা বিহারীর দ্বিতীয় শিকার হন তিনি৷

ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করার পর নিজের ইনিংসকে খুব বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি হেড৷ ৮০ বলে ৫৮ রান করে ইসান্তের বলে শামির হাতে ধরা দেন তিনি৷ প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে দিনের শেষ বেলাটুকু নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছিলেন অজি দলনায়ক টিম পেইন৷

প্রথম ইনিংসে অস্ট্রিলিয়ার হয়ে ইশান্ত ৪টি ও হনুমা বিহারী দু’টি করে উইকেট নিয়েছেন৷ দুইটি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদব৷

Bootstrap Image Preview