Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি'তে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি- ২০১৮ সম্পন্ন

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:৪৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’র শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি- ২০১৮ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সাবাহুন জাজিবা হক।

বিজ্ঞপ্তিতে বলা হয় ১৪ই ডিসেম্বর সুনামগঞ্জের দরগাপাশা উপজেলার ৫টি গ্রামের দরিদ্র ও দুঃস্থ মানুষদের মাঝে কম্বল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সর্বমোট ১২১টি পরিবারকে কম্বল বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহকৃত কাপড় দরিদ্র ও দুঃস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়। শীতবস্ত্র ও কম্বল বিতরণকালে সংগঠনের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন। 

এর আগে বুধবার (১২ই ডিসেম্বর) শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্মসূচির অংশ হিসেবে কিন স্কুল’র ৯৫ জন শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমীন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আবদুল্লাহ আল বাকি প্রমুখ। এছাড়া শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের সদস্য ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচী- ১৮ এর আহ্বায়ক শায়লা খানম বলেন, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ আমাদের ক্ষুদ্র প্রয়াস। যাতে আমরা আমাদের সামান্য সহযোগিতা দিয়ে দরিদ্র মানুষের মুখে ফুটিয়ে তুলতে পারি। এসময় তিনি কর্মসূচিতে অংশগ্রহণ করা সকলকে কিন এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ সম্পর্কে সংগঠনের সভাপতি কাজী তৌসিফ হুদা বলেন, কিন সব সময়ই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে। প্রতিবছরের ন্যায় এবারো আমরা শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ করেছি। আমরা গত ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শীতবস্ত্র সংগ্রহ করি। আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলো-  আখালিয়া, সুরমা, মদিনা মার্কেট, আম্বরখানাসহ বিভিন্ন এলাকা মেস ও বাসাবাড়ি থেকে আর্থিক অনুদান ও শীতবস্ত্র সংগ্রহ করে দরিদ্র ও দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করার চেষ্টা করি আসলেই যাদের এই শীতবস্ত্রের দরকার আছে।

তিনি আরো বলেন, কিন’র চ্যারিটি, কিন স্কুল, সোশাল এওয়ারনেস, ব্লাড ডোনেশন, শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণীমূলক পাঁচটি উইং রয়েছে। যার মধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ অন্যতম। এসময় তিনি তাদের এই প্রয়াসকে চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

Bootstrap Image Preview