Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আমজাদ হোসেনের মৃত্যুতে তারকাদের শোক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন আর নেই। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুক পোস্ট দিয়ে তাৎক্ষণিকভাবে শোক প্রকাশ করেছেন তারকা ও নির্মাতারা। তাদের ফেসবুক পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান লিখেছেন, আমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছিলেন আপনি। আর আজ আপনাকে দিতে হলো চিরবিদায়। চলচ্চিত্র হারালো এক অভিভাবককে। আমাকে বলেছিলেন একটা পারফিউম এনে দিতে, হুগো বস, যেটা আপনার অনেক পছন্দের। কিন্তু সময়ের অভাবে সেটা আপনাকে দিতে পারলাম না। আমার কাছে রেখে দিব দেখা হবে ওপারে। ভালো থাকবেন প্রিয় অভিভাবক আমজাদ হোসেন।

শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন আর বেঁচে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার চলে যাওয়ায় চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। গুণী এই মানুষটির মৃত্যুতে জানাই গভীর শোক। ওপারে ভালো থাকবেন প্রিয় আমজাদ হোসেন।

নায়ক ফেরদৌস লিখেছেন, আপনাকে আমরা কোনোদিনই ভুলবো না। আপনার স্মৃতি আমাদের সাথে থাকবে। চিরদিন হৃদয়ে থাকবে। ওপারে ভালো থাকবেন।

সাইমন সাদিক লিখেছেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন আজ বেলা ২টা ৫৭ মিনিটে থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিলাহে...রাজিউন।

অভিনেতা রওনক হাসান লিখেছেন, বরেণ্য চলচ্চিত্রকার, আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধার শিল্পী আমজাদ হোসেন এর প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার আত্মার শান্তি কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নির্মাতা সৈকত নাসির লিখেছেন, একজন আমজাদ হোসেন বাংলা সিনেমার সোনালী ইতিহাস। বিদায় লিজেন্ড। আপনার কর্ম যুগে যুগে আমাদের উৎসাহ যোগাবে। ভালো থাকবেন।

বিজ্ঞাপন নির্মাতা ও চলচ্চিত্র পরিচালক অমিতাভ রেজা লিখেছেন, গোলাপীকে নিয়ে ট্রেনে করে চলে গেলেন আমজাদ ভাই।

কন্ঠশিল্পী সাবরিনা পড়শী লিখেছেন, ভালো থাকবেন স্যার।

প্রসঙ্গত, আমজাদ হোসেন একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে পরিচিত। তার জন্ম ১৯৪২ সালের ১৪ আগস্ট, জামালপুরে। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ‘ভাত দে’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’র মতো কালজয়ী অনেক সিনেমা নির্মাণ করেছেন।

‘গোলাপী এখন ট্রেনে’ ও ‘ভাত দে’ চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (১৯৯৩) ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে। এছাড়া সাহিত্য রচনার জন্য তিনি ১৯৯৩ ও ১৯৯৪ সালে দুইবার অগ্রণী শিশু সাহিত্য পুরস্কার ও ২০০৪ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।

Bootstrap Image Preview