Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৭:১৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview


শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে কলেজ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নূরুন্নবী আকন্দের সভাপতিত্বে ও স্টাফ কাউন্সিলের সচিব অধ্যাপক সেলিম মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক নূরুল ইসলাম, হাবিবুর রহমান মৃধা, আব্দুল হান্নান প্রমুখ।

অধ্যাপক ইউসুফ আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। অধ্যাপক মেজবাহুল মাওলানার মোনাজাত পরিচালনার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। মোনাজাতের মাধ্যমে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অপরদিকে, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বেলা ১১টায় অনাড়ম্বর পরিবেশে শহীদ বুদ্ধিজীবি দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর হিমুর মূল আলোচনায় অন্যান্যদের মধ্যে অংশ নেন, মিনহাজ উদ্দিন, আলাউদ্দিন, বাবুল হোসেন প্রমুখ।

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি প্রভাষক আবু বকর সিদ্দিক আকন্দ ও শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ এবং সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খান নিজ নিজ কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচন সভা ও দোয়ার আয়োজন করেন।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শ্রীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সহ-সভাপতি তাজুল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ সাইফুল আলম সুমনসহ সাংবাদিকবৃন্দরা। 

 


 

Bootstrap Image Preview