Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৫ PM

bdmorning Image Preview


আজ ১৪ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও শাহজাদপুর বঙ্গবন্ধু পরিষদ যৌথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

এ উপলক্ষ্যে সকালে রবীন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে তারা এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।

বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও রবীন্দ্র বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার সোহরাব হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম, মোঃ শিবলী মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদের সদস্য ড. তানভীর আহমেদ, শাহজাদপুর সরকারি  কলেজের অধ্যক্ষ আব্দুস ছাত্তার, সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ প্রমুখ।

এর আগে তারা শাহজাদপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
 

Bootstrap Image Preview