Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শাবি'তে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। 

এ উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে কালো ব্যাচ ধারণ করা হয়। পরে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী দিবসের কর্মসূচি শুরু করেন, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এদিকে উপাচার্য সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও পরে সকাল সাড়ে ৯টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বিভিন্ন হল প্রশাসন, শাবি প্রেসক্লাব, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। 

এছাড়া অধ্যাপক ড. রাশেদ তালুকদারের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো ইশফাকুল হোসেনের সঞ্চালনায় সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটি-১৮ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

এসময় উপাচার্য বলেন, আজ সত্যই জাতির জন্য একটি শোকের দিন। এই দিনেই জাতির মেধাবী সন্তান ও বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের চূড়ান্ত বিজয়ের শেষ মুহুর্তে তাদেরকে হত্যা করে। তাদের উদ্দেশ্য ছিল বাঙালী জাতিকে মেধাশূন্য করা। তারা মনে করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করলে বাঙালি জাতি স্বাধীনতা লাভ করলেও সামনে এগুতে পারবে না। কিন্তু আজ তাদের ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অনেক দূর এগিয়ে গেছে। সকল উন্নয়ন সূচকেই বাংলাদেশ পাকিস্তান থেকে ভাল অবস্থানে রয়েছে। পাকিস্তানেই এ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারাও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করতে চায়। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান ও সাধারণ  সম্পাদক অধ্যাপক জহির উদ্দিন আহমেদ।

এছাড়া আলোচনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সামাজিক বিজ্ঞান অনুষদেও ডিন অধ্যাপক ড. মো. আবদুল গণি, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমিনা পারভীন, সেন্টার অব এক্সিলিন্সের পরিচালক অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক ড. মো. কবির হোসেন, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ড. খন্দকার মমিনুল হক, শাবিপ্রবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুহুল আমীন ও সাধারণ সম্পাদক মো. ইমরান খান প্রমুখ।

এছাড়া সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার, বঙ্গবন্ধু চত্বর ও চেতনা ৭১ এ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে বলে জানানো হয়। 


 

Bootstrap Image Preview