Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কলারোয়ায় বিএনপির প্রার্থী হাবিবসহ আহত ৭

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:৩০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তের হামলায় বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবসহ ৭ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, কলারোয়া উপজেলা বিএনপির সভাপতি বজলুর রহমান, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তাওফিকুর রহমান সনজু, পৌর কৃষকদলের সভাপতি বিএম সিরাজ, বিএনপি কর্মী রুহুল আমিন রুবেল ও উপজেলা যুবদল সহ-সভাপতি মোজাম হোসেন।

শুক্রবার দুপুরে কলারোয়া থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা সদর ও কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিক তাজউদ্দীন রিপনকে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা।

বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব জানান, কলারোয়া বাজারের বল্ডফিল্ড সংলগ্ন এলাকায় গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীরা পেছন থেকে এসে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এ হামলা চালায়।

এ হামলার ঘটনা অস্বীকার করে ফিরোজ আহমেদ স্বপন বলেন, বিএনপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview