Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

ফায়জুন সিতু, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ ডিসেম্বর) মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করা হয়।পরে সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ র‌্যালি নিয়ে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুস্পস্তবক অর্পণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিন অনুপমা আজহারী, পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এম ইকবাল জুবেরী, আইন বিভাগের প্রধান মো: রফিকুল আলম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো: করম নেওয়াজ, রসায়ন ও পদার্থ বিজ্ঞানের প্রধান মো: আশরাফ আলী, সিনিয়র সহকারি রেজিস্ট্রার আবু মুহাম্মাদ মুকাম্মেলসহ বিভিন্ন বিভাগের ছাত্র-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

Bootstrap Image Preview