Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে থাকবে ঐক্যফ্রন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটবে উল্লেখ করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, নির্বাচন কমিশন সরাসরি আমাদের বিপক্ষে এবং সরকারের পক্ষে কাজ করছে। ২৯ ডিসেম্বর পর্যন্ত মাটি কামড়ে থাকব। ৩০ ডিসেম্বর ব্যালটের মাধ্যমে বিপ্লব ঘটবে।

শুক্রবার বিকেলে পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সরকারের বেআইনি আদেশ না মানার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তিনি বলেন, যারা ক্ষমতায় আছে, তারা আর কয় দিন আছে? মাত্র ১৫ দিন। আপনারা (সরকার) আর ১৫ দিনের জন্য ক্ষমতায় আছেন। এসব গ্রেফতারের আদেশ দেয়া বন্ধ করুন।

পুলিশের উদ্দেশে ড. কামাল বলেন, কেউই চিরস্থায়ী নয়। তোমরা ৫০-৫৫ বছর চাকরি করবে, বুঝে নিও। আমি তোমাদের একাডেমিতে বক্তৃতায় বলেছি- এখনও বলছি কেউ বেআইনি আদেশ মানবে না। সংবিধান ভঙ্গ করার কাজ কর না। কার আদেশে এমন কাজ করছ- তা আমাকে জানাও।

তিনি বলেন, সংবিধানে প্রথম স্বাক্ষর জাতির জনকের। তোমরা বঙ্গবন্ধুর আদেশ অমান্য করছ? জেনে রেখ কেউ চিরস্থায়ী নয়।

এর আগে সকাল ১০টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামালের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

Bootstrap Image Preview