Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমজাদ হোসেন আর নেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০৫:১৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেন আর নেই। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

কিংবদন্তী এই নির্মাতার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে সোহেল আরমান। বাবার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

গত ১৮ নভেম্বর তিনি নিজ বাসভবনে হটাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে পড়েন। এরপর সাথে সাথে তাকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয় ইমপালস হাসপাতালে। এই হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

আমজাদ হোসেনের উন্নত চিকিৎসার খরচ বাবদ ৪২ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেয়া হয়েছিলো তাকে। এদিকে কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমজাদ হোসেনের মারা যাওয়ার খবর প্রকাশিত হয়। সেই খবর গুজব হলেও এবার সত্যিই সকলকে ফাঁকি দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন আমজাদ হোসেন।

Bootstrap Image Preview