Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুদ্ধিজীবী দিবসে জাককানইবিতে শোক র‍্যালি

জাককানইবি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালির মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এদিকে আজ শুক্রবার বেলা ১০টা ৩০মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত করে ১ মিনিট নিরবতা পালন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর পতিকৃতিতে ও ‘চির উন্নত মম শির’ এ  পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর একটি শোক র‍্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

শোক র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, প্রফেসর ড. সাহাবউদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীর, কর্মকর্তা পরিষদ এর সভাপতি মোকারেরম হোসেন মাসুম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এর সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রমুখ।এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।  

Bootstrap Image Preview