Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

১৫০ রানের আগেই ক্যারিবিয়ানদের ৭ উইকেট শেষ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৫৪ PM

bdmorning Image Preview


এক বছরে  ক্যারিবিয়ানদের বিপক্ষে দুইটি  সিরিজ জয়ের লড়াইয়ে মুখোমুখি হয়েছে টাইগাররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উইন্ডিজের সংগ্রহ ৩৮ ওভারে ৭ উইকেট ১৪৩ রান।

সাকিবের বলে মিথুনের দুর্দান্ত ক্যাচঃ টাইগার বোলারদের বোলিং তাণ্ডবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কোন ভাবেই ব্যাটিং বিপর্যয়ের সেই চাপ কাটিয়ে উঠতে পারে না তাঁরা। একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসতে থাকে। খেলার ৩৮ ওভারের মাথায় সাকিবের বলে অ্যালেনের দুর্দান্ত ক্যাচ ধরের মিথুন। এই সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিলো ৭ উইকেটে ১৪৩ রান ৩৮ ওভার।

সাকিবের প্রথম উইকেটঃ দলের সব ব্যাটসম্যারা যখন টাইগার বোলারদের সামনে ব্যাট হাতে ব্যর্থ তখন এক পাশ থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন উইকেটে থাকা হোপ। কিন্তু বড় সংগ্রহের জন্য দীর্ঘ সময় কোন সঙ্গী বানাতে পারছেন না। খেলার ৩৩ ওভারের সময় সাকিবের বলে বড় শর্ট খেলতে গিয়ে ডিপ অনে সৌম্যর কাছে ক্যাচ আউট হন চেস। চেসকে হারানোর পর হোপ আরো একা হয়ে যান। এই সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিলো ৩৩ ওভারে ১৩৩ রান ৬ উইকেট।

তৃতীয় উইকেট নিলেন মিরাজঃ বোলিংয়ের শুরু থেকেই দাপট দেখাচ্ছেন মিরাজ। জাদুকরী ঘূর্ণিতে একের পর এক বন্দি করে চলেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের। কোন ভাবেই মিরাজের এই ঘূর্ণিকে প্রতিহত করে উইকেটে দাঁড়াতে পারছেন না উইন্ডিজের ব্যাটসম্যানরা। স্যামুয়েলসের বিদায়ের পর শক্তিশালি ব্যাটসম্যান হেটমায়ারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলান। এই নিয়ে হেটমায়ারকে ৬ বার আউট করলেন মিরাজ। হেটমায়ারের বিদায় হতে না হতেই পরের ওভারে পাওয়েলকে ক্যাচ আউট করে ক্যারিবিয়ান শিবিরে যেন ধ্বস নামিয়ে দেন তিনি। এই সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিলো ২৫ ওভার ৫ উইকেট ৯৯ রান।

মিরাজের পর উইকেট ভাঙলেন সাইফউদ্দিনঃ বড় কোন জুটি বাঁধার আগে দুই উইকেট হারিয়ে একটু ভাপে পড়ে যায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। কিন্তু উইকেটে থাকা হোপ সেই চাপ কাটিয়ে  স্যামুয়েলসকে নিয়ে আবারো জুটি গড়ার চেষ্টা করেন। দুই ব্যাটসম্যান মিলে ৪১ রানের জুটি গড়েন। এরপর  ২২ ওভারের শেষের দিকে  সাইফউদ্দিন স্যাময়েলসের উইকেট উড়িয়ে দিন।ভেঙে যায় তাদের সেই জুটি। এই সময় উইন্ডিজের উইকেট ছিলো ২২ ওভার ২ বলে ৩ উইকেটে ৯৬ রান।

ব্রাভোর উইকেট ভাঙলেন মিরাজঃ  প্রথম উইকেট হারানোর পর গত ম্যাচের হিরোপ হোপ আবারো বড় জুড়ি গড়ার লক্ষে ব্রাভোকে নিয়ে এগিয়ে যেতে থাকেন। কিন্তু তাদের সেই জুটি বেশি দীর্ঘ হতে দেননি ঘূর্ণি মিরাজ। খেলার ১৩ ওভার ৪ বলের মাথায় ব্রাভোকে বোল্ড আউট করে পাঠিয়ে দেন সাজ ঘরে। এই সময় উইন্ডিজের উইকেট ছিলো ২ উইকেটে ৫৭ রান ১৩ ওভার ৪ বলে।

মিরাজের আঘাতঃ সিরিজ জয়ের এই ম্যাচে ক্যাপ্টেন ম্যাশ একটু ভিন্ন ভাবে বোলিং সাজান। একদিক দিয়ে মোস্তাফিজ ও অন্যদিক দিয়ে মিরাজকে। দুই দিক দিয়েই এই দুই বোলার টাইট বল করতে থাকেন। এরপর খেলার ৪ ওভারের মাথায় হেমরাজকে মিরাজ ক্যাচ আউটের ফাঁদে ফেলান। এই সময় ক্যারিবিয়ানদের স্কোর ছিলো ৩.৫ বলে ১৫ রান ১ উইকেট।

টাইগার একাদশে আজ দুটি পরিবর্তন এসেছে। রুবেল হোসেনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইমরুল কায়েসের পরিবর্তে মোহাম্মদ মিথুন। অন্যদিকে উইন্ডিজ একাদশে কোন পরিবর্তন হয়নি।
 
টাইগার একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ,সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোস্তাফিজুর রহমান,মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ ও মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক)।

ওয়েস্ট ইন্ডিজ একাদশঃচন্দরপল হেমরাজ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, রোভম্যান পাওয়েল, দেব্রেন্দ্র বিশু, কেমু পল, কেমার রোচ ও ওশানে থমাস।

Bootstrap Image Preview