Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খেলার মাঠে মাশরাফি, নির্বাচনী প্রচারণায় সহপাঠি-সমর্থকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৪ PM

bdmorning Image Preview


বাংলাদেশের হয়ে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডে সিলেট স্টেডিয়ামে লড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আর নড়াইল-২ আসনে মাশরাফিকে নির্বাচনে জয়ী করতে ইতোমধ্যে ভোটের মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ নৌকা সমর্থকরা। 

১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পরই জাতীয় নির্বানের জন্য প্রচারণা শুরু করেছে প্রার্থীরা।তবে খেলার মাঠে ব্যস্থ থাকা মাশরাফি হযে প্রচারণায় যাচ্ছেন ১৯৯৮ সালের তার এসএসসির বন্ধু ও সহপাঠিরা। প্রতিদিন দুপুর থেকে রাত অবধি বিভিন্ন এলাকায় বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করছেন তারা।

মাশরাফির বন্ধু সুমন দাস বলেন, নেতাকর্মীদের পাশাপাশি মাশরাফির জন্য নির্বাচনী মাঠে নেমেছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সালের সহপাঠীরাও। মাশরাফির পক্ষে মতবিনিময়, গণসংযোগ, লিফলেট বিতরণ করছেন তার বন্ধুরা।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন জানান, ১৬-১৭ ডিসেম্বর মাশরাফি নড়াইলে এসে নির্বাচনী প্রচারে অংশ নেবেন। নির্বাচনের পুরোটা সময়ই তার নড়াইলে অবস্থান করার কথা রয়েছে। মাশরাফির বিজয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী নড়াইল জেলা আওয়ামী লীগ।

এদিকে মাশরাফির আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট এ জেড এম ফরিদুজ্জামানও (ধানের শীষ) বসে নেই। নেতাকর্মীদের নিয়ে তিনিও নেমে পড়েছেন ভোটের মাঠে। বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে চালাচ্ছেন নির্বাচনি প্রচারণা। সব মিলিয়ে নড়াইল-২ আসনে নির্বাচনি উৎসব চলছে।

নড়াইল সদরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নড়াইল-২ আসন গঠিত।এখানে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ১৫৮। 

Bootstrap Image Preview