Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাপা নেতাকে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৩৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক আঙ্গুর মিয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আকুঞ্জী দুই হাজার টাকা জরিমানা করেন।

জানা যায়, হবিগঞ্জ জেলা জাপার সেক্রেটারি শংকর পাল লাঙ্গল প্রতীকের প্রার্থী। মহাজোট থেকে মনোনয়ন না দিলে এই আসনে তাঁকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু তাঁকে মহাজোটের প্রার্থী দাবি করে আঙ্গুর মিয়া মাইকিং করে প্রচারণা চালান। এতে ভোটারা বিভ্রান্তির মধ্যে পড়েন। বড়বাজার এলাকায় পৌঁছলে পুলিশ সদস্যরা মাইকসহ আঙ্গুর মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ আকুঞ্জী এর সত্যতা নিশ্চিত করে বলেন, হবিগঞ্জ-২ আসনে জাতীয় পাটির শংকর পাল মহাজোটের প্রার্থী নন। মহাজোটের প্রার্থী হিসেবে মাইকে প্রচারণা করা সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। তাই তাঁকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Bootstrap Image Preview