Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টুকরিভর্তি পরিযায়ী পাখি উদ্ধার; বিক্রেতার ৪ মাসের জেল

সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ AM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১১:২৫ AM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুরে টুকরিভর্তি ৭ পরিযায়ী পাখিসহ এক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে আটক ওই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চার মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলার আনোয়ারপুর বাজার থেকে টুকরিভর্তি পাখি সহ টাঙ্গুয়ার হাওরের নিরাপক্তার তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই পাখি বিক্রেতাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম রফিকুল ইসলাম। সে উপজেলা সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের মহরম আলীর ছেলে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ  জানান, উপজেলার  আনোয়ারপুর বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে ৭টি পরিয়ায়ী পাখি সহ রফিকুল নামে ওই পাখি বিক্রেতাকে পুলিশ আটক করে। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাখি বিক্রির অপরাধে ওই বিক্রেতাকে চার মাসের কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’
অন্যদিকে আটককৃত পরিযায়ী পাখিগুলোকে রাতেই উপজেলা সদরের পুকুরে অবমুক্ত করে দেয়া হয়।

তাহিরপুর থানার ডিউটি অফিসার এসআই মুহিত মিয়া জানান, দণ্ডপ্রাপ্ত ওই পাখি ব্যবসায়ীকে আজ শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

Bootstrap Image Preview