Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ PM

bdmorning Image Preview


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী শক্তি পূর্ণ প্যানেলে বিপুল ভোটে জয়লাভ করেছে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মহসীন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১ পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সবকয়টি পদেই জয়ী হয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিছ অডিটোরিয়াম ভবনে সকাল ৯টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। বিকেলে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা।

সভাপতি পদে সর্বোচ্চ ১৯৪ ভোট পান অধ্যাপক ড. গাজী মো. মহসীন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন সায়েন্স এ্যান্ড ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার পান ২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. নাসির উদ্দিন পান ১৯০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পান ৩০ ভোট।

সহ-সভাপতি পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার পান ১৭৭ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হানিফ পান ৩৪ ভোট।

যুগ্ম সম্পাদক পদে আইআইটি ইনস্টিটিউটের পরিচালক সহকারি অধ্যাপক মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া, কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, প্রচার সম্পাদক পদে এগ্রিকালচার বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে শিক্ষা বিভাগের মো. ওয়ালিউর রহমান আকন্দ (বিপুল) বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।

সদস্য পদে বিজয়ীরা হলেন- বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড.ধীরেন্দ্র নাথ বর্মণ (প্রাপ্ত ভোট ১৯৪), ফিমস বিভাগের প্রভাষক শুভ ভৌমিক (প্রাপ্ত ভোট ১৯৬), এসিসিই বিভাগের প্রভাষক সঞ্জিতা দেওয়ানজী (প্রাপ্ত ভোট ১৭২), ফার্মেসি বিভাগের মো. সালাউদ্দিন মিল্লাত (প্রাপ্ত ভোট ১৯৪)। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন পান ৪৩ ভোট। 

নির্বাচন এবং বিজয়ী দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বিজয়ী আওয়ামীপন্থী নীল দল তথা স্বাধীনতা শিক্ষক পরিষদের সিনিয়র নেতা ও শিক্ষক সমিতির সাবেক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মাজনুর রহমান সবুজ বলেন, জয়ের ব্যাপারে আমরা বরাবরের মতই আশাবাদী ছিলাম এবং তাই হয়েছে। স্বাধীনতা শিক্ষক পরিষদ মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শক্তি। নোবিপ্রবি শিক্ষক সমাজের আস্থা ও ভরসার নাম। বারংবার পূর্ণ প্যানেলে বিজয়ের মাধ্যেমে এটাই প্রমাণিত হচ্ছে।

এ সময় দলের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্ক তিনি আরো বলেন, নোবিপ্রবি স্বাধীনতা শিক্ষক পরিষদ দেশরত্ন শেখ হাসিনার উন্নত ও অর্থনীতিক ভাবে সমৃদ্ধশালী এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে কাজ করে যাচ্ছে এবং যাবে। দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে  এবং শিক্ষকদের অধিকার সংরক্ষণে স্বাধীনতা শিক্ষক পরিষদ নির্বাচনী ইশতিহারের সকল কার্যক্রম বাস্তবায়ন করবে।

Bootstrap Image Preview