Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মিয়ানমারকে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিলো ভারত

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৭ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৫৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


মিয়ানমার সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফররত ভারতীয় প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ। সোমবার শুরু হওয়া ভারতীয় প্রেসিডেন্টের এই সফর শেষ হবে শুক্রবার।

আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে থাকা মিয়ানমারের প্রেসিডেন্ট ইউ উইন মুইন্টের আমন্ত্রণে প্রথমবারের মতো মিয়ানমার সফরে রয়েছে কোবিন্দ।

মঙ্গলবার মিয়ানমার প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে অংশ নেন তিনি। নৈশভোজে দেওয়া ভাষণে কোবিন্দ বলেন, শান্তি প্রক্রিয়া, জাতীয় পুনর্মিলন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে মিয়ানমার যে কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে ভারতে তা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমি আপনাদের বলতে চাই যে, ভারতের সরকার ও জনগণ আপনাদের পাশে রয়েছে।

ভারতীয় প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ও শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এই সমর্থন ছাড়া মিয়ানমারের সীমান্তবর্তী ভারতীয় উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকদের জন্য উন্নয়ন, সমৃদ্ধি ও কানেক্টিভিটির মতো উদ্যোগ সফল করতে পারবে না ভারত।

মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতীয় অ্যাক্ট ইস্ট পলিসি ও নেইবারহুড ফার্স্ট পলিসির ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ককে ভারত গুরুত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ভারতীয় প্রেসিডেন্টের এই সফরে উভয় দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

২০১৭ সালে উভয় দেশ রাখাইন রাজ্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর করে। এই প্রকল্পের আওতায় বাংলাদেশ থেকে ফেরত যাওয়া রোহিঙ্গাদের জন্য ঘর নির্মাণ করা হবে। প্রথম ধাপে ২৫০টি ঘর বানানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভারতীয় প্রেসিডেন্টের সফরের সময় মিয়ানমারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ৫০টি ঘর হস্তান্তর করেছেন।

ভারতীয় প্রেসিডেন্ট মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গেও বৈঠক করেছেন।

Bootstrap Image Preview