Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফিলিস্তিনির পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে নিহত ২

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৬:১০ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ফিলিস্তিনের পশ্চিম তীরে এক বন্দুকধারীর গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইহুদি বসতি ওফরাতে এই গুলির ঘটনা এতে।

ইসরায়েলের মাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছিল গুলিবিদ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পরে জরুরি সেবার কর্মকর্তার জানান, আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হারেৎজ জানায়, এক ব্যক্তি গাড়ি থেকে নেমে গুলি করে পালিয়ে গেছে।

আহতদের জেরুজালেমের শারে জেদেক মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার রাতে ইসরায়েলি সেনারা পশ্চিম তীরের রামাল্লায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। রবিবার ওফরায় গাড়ি চালিয়ে গুলি ছোড়ার অভিযোগে তাকে খুঁজছিল ইসরায়েলি পুলিশ।

এদিকে, বৃহস্পতিবার সকালে ইসরায়েলি সেনারা আরেক ফিলিস্তিনিকে হত্যা করে। ওই ফিলিস্তিনির বিরুদ্ধে দুই ইসরায়েলিকে হত্যার অভিযোগ এনেছে দখলদার বাহিনী।

Bootstrap Image Preview