Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘প্রতারণা করে নির্বাচনে জিতেছে কংগ্রেস’

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৪:২৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতীয় সদ্য সমাপ্ত হওয়া পাঁচটি প্রাদেশিক নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে ব্যাপক ব্যবধানে পরাজিত করেছে সংসদের প্রধান বিরোধী দল কংগ্রেস। হিন্দু জাতীয়তাবাদী দলটির ভরাডুবির পর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার প্রথমবারের মতো জনসম্মুখে কথা বলেছেন।

অন্তত ৩টি গুরুত্বপূর্ণ প্রদেশে হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতা ছাড়ার পর আদিত্যনাথ বলেন, কংগ্রেস মূলত প্রতারণা করে জয় ছিনিয়ে নিয়েছে। নির্বাচনের শুরু থেকেই তারা ইলেক্ট্রনিক ভোটিং মেশিন’র (ইভিএম) বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে জয়লাভ করার পর এর গুণগান গাওয়া শুরু করেছে।

‘রাজনীতিতে জয় পরাজয় অবধারিত এবং এটি গণতন্ত্রের অংশ তাই আমরা নির্বাচনের ফল নি:সংকোচে মেনে নিয়েছি। কিন্তু বিজেপির পরাজয়ের মাধ্যমে কংগ্রেসের মিথ্যাচারগুলো প্রকাশিত হওয়া শুরু করেছে। তাদের এই মিথ্যাচারগুলো আগামী নির্বাচনে আমাদের হাতিয়ার হবে’ বলে আদিত্যনাথ আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, ছত্তিশগড়ে কংগ্রেস অস্বাভাবিকরকমের জয় পেয়েছে। রাজস্থানেও তাদের সাথে বিজেপির বেশ ব্যবধান রয়েছে। যদিও তারা মধ্যপ্রদেশে জোটগতভাবে জয় নিশ্চিত করেছে।

Bootstrap Image Preview