Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে নির্বাচন ঘিরে মুদ্রণ ব্যবসায়ীদের পালে হাওয়া  

জামশেদুর রহমান, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৫০ PM

bdmorning Image Preview


আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে নোয়াখালীর ৬টি আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

প্রতীক বরাদ্দের সাথে সাথে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আর প্রচার-প্রচারণার অন্যতম পোস্টার, ব্যানার ও ফেস্টুন হওয়ায় প্রার্থীদের সঙ্গে সঙ্গে পালে হাওয়া লেগেছে জেলার মুদ্রণ ব্যবসায়ীদের।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে সরেজমিনে নোয়াখালী চৌমুহনী শহরের মুদ্রণ শিল্প এলাকায় ঘুরে দেখা যায়, নির্বাচনকে ঘিরে ছাপা খানাগুলোতে বেড়েছে ব্যস্ততা। নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যবহৃত পোস্টার, ব্যানার, লিপলেট ও ফেস্টুন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত ৫ বছরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ না নেওয়া তারা তেমন একটা ব্যবসা করতে পারেননি। কিন্তু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেহেতু সব রাজনৈতিক দল অংশ নিয়েছে। তাই প্রচার-প্রচারণাও বেশি। এজন্য ছাপাখানাগুলোতে আগের চেয়ে ব্যস্ততা বেড়েছে। তাই কাঙ্খিত ব্যবসার আশাও প্রকাশ করছেন ব্যবসায়ীরা।

এ ব্যাপারে নোয়াখালী জেলা মুদ্রণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক আশরাফ ছিদ্দিকী বাবু বলেন, নোয়াখালীতে প্রায় অর্ধশতাধিক ছাপাখানা রয়েছে। সরাসরি মুদ্রণের সঙ্গে জড়িত রয়েছে আরও ৩ শতাধিক প্রতিষ্ঠান, রয়েছে ৪ শতাধিক গ্রাফিক্স ডিজাইনার ও হাজার খানেক শ্রমিক। এ বৃহৎ জনগোষ্ঠী উৎসুক রয়েছে এ মৌসুমের জন্য। নির্বাচন যতো বেশি অংশগ্রহণমূলক হবে ব্যবসায়ীরা তত বেশি ব্যবসার আশা করেন।

জেলার মুদ্রণ ব্যবসায়ীরা জানান, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই নির্বাচন কেন্দ্রীক ব্যবসায় ধ্বস  নামে। জেলার সবকটি পৌরসভা, ইউনিয়ন ছাড়াও আশপাশের জেলাগুলোর অনেকই এই জেলাতে ব্যানার, পোস্টার করতে আসতো। 

কিন্তু দূর্ভাগ্যবশত বিগত ৫ বছরে এসব অঞ্চলে অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ায় ব্যবসা থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। কিন্তু এবার জাতীয় নির্বাচনে সব দল অংশ নেওয়া আশানুরুপ ব্যবসা হবে বলে মনে হচ্ছে।

Bootstrap Image Preview