Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন কর্মকর্তাদের বক্তব্য ‘অর্থহীন’: তেহরান।

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৪০ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০৩:৪০ PM

bdmorning Image Preview


ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন একটি সমঝোতায় পৌঁছার লক্ষ্যে মার্কিন কর্মকর্তারা যে বক্তব্য দিয়েছেন তাকে ‘অর্থহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, একবার অর্জিত সমঝোতা লঙ্ঘনের যে নজির আমেরিকা স্থাপন করেছে তারপর আর তার ওপর আস্থা রাখা যায় না।

কাসেমি আমেরিকাকে সবচেয়ে বড় আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনকারী হিসেবে অভিহিত করে বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় আরেকবার আমেরিকার এই চুক্তি ভঙ্গকারী চরিত্র প্রকাশ পেয়েছে।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড সম্প্রতি এক বক্তব্যে ইরানকে নয়া সমঝোতায় বসতে বাধ্য করার জন্য তেহরানের ওপর আরো বেশি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকার এই মন্ত্রী অন্যান্য মার্কিন কর্মকর্তার মতো ‘অপরিপক্ক আকাঙ্ক্ষা’ থেকে এই বক্তব্য দিয়েছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তার দেশ পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে বলে আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা আইএইএ নিশ্চিত করার পরও মার্কিন সরকার এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে।

Bootstrap Image Preview