Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে জয়িতাদের সংবর্ধনা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০২:৪৬ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে 'জয়িতা অন্বেষনে বাংলাদেশ' কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উপজেলার  ২ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা হিসেবে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান। গাজীপুর জেলা মহিলা বিষয়ক অফিসার শাহানাজ আক্তারের সভাপতিত্বে ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল আল-মামুন, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার প্রমুখ।

এ সময় জয়িতারা উপস্থিত সকলের সাথে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে সফল জননী ক্যাটাগরিতে আসমা আহম্মেদ খান ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে আরিফা সুলতানার হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। 

Bootstrap Image Preview