Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুমকির উঠান বৈঠকগুলোতে নারীদের উপচে পড়া ভীড়

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:২৩ PM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত দলীয় প্রার্থী মেহের আফরোজ চুমকি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতিদিনই তার নির্বাচনী এলাকার কোথাও না কোথাও পথসভা, গণসংযোগ, কর্মীসভা ও উঠান বৈঠক করছেন। তবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর উঠান বৈঠকগুলোতে দেখা গেছে নারী ভোটারদের উপচে পড়া ভীড়।   

উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসনটিকে ধরা হয়ে থাকে গাজীপুর-৫ আসন। কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি (বাড়িয়া) ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯, ৪০, ৪১, ৪২ এই ৪টি ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন। এ আসনে হালনাগাদ ভোটার সংখ্যা ৩ লাখ ২ হাজার ৪'শ ৭৬ জন। এরমধ্যে নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৪'শ ১৯ জন ও পুরুষ ১ লাখ ৫৩ হাজার ৫৭ জন। পুরুষ ভোটার ৫০.৬% ও নারী ভোটার ৪৯.৪%। 

উপজেলার আওয়ামী লীগের সদস্য মাজেদুল ইসলাম সেলিম জানান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী নারীদের  জন্য লেকটেটিং মাদার ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মহিলা প্রশিক্ষণ ভাতা, দুঃস্থ মহিলা ও শিশুকল্যাণ ভাতার ব্যবস্থা করেছেন।

এছাড়াও নারীদের জন্য ভিজিডি কার্ড, ক্ষুদ্র ঋণ, স্বপ্ন প্যাকেজ, আইসিভিজিডি কর্মসূচি, মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, কর্মজীবী মহিলা হোস্টেল, জয়িতা মার্কেটসহ বেশ কিছু কর্মসূচি বাস্তবায়ন করেছেন। এ কারণে গাজীপুর-৫ কালীগঞ্জ নির্বাচনী আসনের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটারই নৌকা মার্কায় ভোট দিবেন বলে তিনি আশাবাদী। আর এ কারণেই প্রতিমন্ত্রীর উঠান বৈঠকগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভীর। 
 
প্রতিমন্তী চুমকি বলেন, বর্তমান সরকার এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। নারীর বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছেন। সন্তানের বাবার নামের পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করেছেন। তাই তিনি আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করে বঙ্গবন্ধু কন্যাকে পুনরায় সরকার গঠনের সুযোগ দিতে নারীদের প্রতি আহ্বান জানান।   

উল্লেখ্য, ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় বীর প্রয়াত ময়েজউদ্দিন আহমেদের কন্যা মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগ তথা ১৪ দলীয় জোটের মনোনয়ন নিয়ে পরপর ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী জেলার সংরক্ষিত আসনে মহিলা এমপি ছিলেন। 


 

Bootstrap Image Preview