Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুগলে ‌‌‌'ইডিয়ট' সার্চে ট্রাম্পের ছবি আসার কারণ জানালেন গুগলের নির্বাহী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সার্চ ইঞ্জিন গুগলে ‌‌‌'ইডিয়ট' লিখে সার্চ দিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি আসে। আর এই ঘটনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। তবে গুগলের প্রধান নির্বাহী তাদের করা প্রশ্নগুলোর উত্তর বেশ ভালোভাবেই দিয়েছেন।

রিপাবলিকান কমিটির জই লফগ্রেন নামে এক সদস্য পিচাইকে প্রশ্ন করেন, আমি যখন গুগলে ‘ইডিয়ট’ শব্দটি লিখে সার্চ দিই তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সবার সামনে আসে। এমনটি কেন হয়? উত্তরে পিচাই বলেন, বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন পেজের ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় এমনটি হয়ে থাকে। মূলত মানুষ এই শব্দকে কীভাবে ব্যবহার করে তার ভিত্তিতেই গুগলে ফলাফল আসে।

এ বিষয়ে ডেমোক্র্যাট দলের সদস্য টেড লিউ পরামর্শ দেন, যদি আপনি সার্চ রেজাল্টে ইতিবাচক কিছু চান, তাহলে ইতিবাচক কাজ করতে হবে। আপনার নেতিবাচক সার্চ রেজাল্ট পছন্দ না হলে ওই ধরনের কাজ এড়িয়ে চলতে হবে।

গুগল নির্বাহীকে এ সময় রাজনৈতিক পক্ষপাতিত্ব সম্পর্কেও জিজ্ঞেস করা হয়। তিনি এই প্রশ্নের উত্তরে বলেন, গুগল কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করে না। আমাদের অনেক সোর্স আছে। আমরা ডান-বাম উভয় পক্ষ থেকেই তথ্য সংগ্রহ করি এবং তার ভিত্তিতেই ফলাফল দেয়া হয়।

Bootstrap Image Preview