Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দুর্নীতিগ্রস্থ ইন্ডিয়াকে আরও একবার পর্দায় আনলেন ইমরান হাশমি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯ AM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


আগামী বছরের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ইমরান হাশমি অভিনীত ‘চিট ইন্ডিয়া’। কাল  মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট দুই সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলারে ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিভাগে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির চিত্র সামনে এনেছে ‘চিট ইন্ডিয়া’।

‘চিট ইন্ডিয়া’র ট্রেইলার দর্শককে ইমরান হাশমির ‘জান্নাত’ সিনেমার কথা স্মরণ করিয়ে দেয়। যদিও সেই ছবি ক্রিকেট ম্যাচ ফিক্সিং নিয়ে নির্মিত, আর এই ছবিটি শিক্ষাব্যবস্থার নৈরাজ্য নিয়ে।ভারতে প্রশ্ন ফাঁস, শিক্ষা খাতে নানা কৌশলের জালিয়াতির চিত্র তুলে ধরতেই এ সিনেমা নির্মিত বলে এর আগে মত দিয়েছিলেন ইমরান হাশমি।

শিক্ষাব্যবস্থাকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন ইমরান। রাকেশ সিং এমন একটা চরিত্র, যিনি প্রবেশিকা পরীক্ষায় সমস্ত রকম জালিয়াতি করে মানুষকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। ছবিতে প্রবেশিকা পরীক্ষায় যে অনৈতিক কর্মকাণ্ড ঘটে, তার পুরোধা রাকেশ সিং; তবে তিনি শুধু নগদ টাকা নিয়ে থাকেন। বদলে প্রার্থীর চাকরির সিটে পরীক্ষা দিয়ে পাস করানোর গ্যারান্টি দিয়ে থাকেন।

‘চিট ইন্ডিয়া’র গল্প সবার জানা হলেও সিনেমায় কখনো এমনভাবে উপস্থাপিত হয়নি। দুর্নীতি-দুর্দশা শুধু ওপর থেকে নয়, ভেতর থেকে দেখা যাবে, এমন আঁচ পাওয়া যাচ্ছে ট্রেইলারে।

এ সিনেমা নিয়ে এর আগে ইমরান হাশমি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ছবির চিত্রনাট্য ও নাম ভীষণ শক্তিশালী। এখন পর্যন্ত যত কাজ আমি করেছি, তার মধ্যে এই গল্পটা সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করবে দর্শককে।’

 

Bootstrap Image Preview