Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রওশন এরশাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জাতীয় নির্বাচনে ময়মনসিংহ-৭ আসন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ। এ সিদ্ধান্ত গতকাল বুধবার ময়মনসিংহের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাসকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি।

তবে ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে যাওয়ায় এটি গ্রহণের সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

জেলা রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ‘মহাজোটের শরিক আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানীকে সমর্থন দিয়ে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি ময়মনসিংহ-৭ আসন থেকে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। বুধবার এ কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার সংক্রান্ত একটি চিঠি আমাকে পাঠিয়েছেন তিনি। তবে গত সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচন কমিশনের আইন অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের আর কোনো সুযোগ নেই তার।’

মহাজোটের শরিক দল আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে ময়মনসিংহ-৭ আসনে নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন তিনি।

রওশন চিঠিতে লিখেছেন, ‘বৃহত্তর ঐক্যের স্বার্থে’ মহাজোট মনোনীত প্রার্থী মাদানীকে সমর্থন দিতে তিনি সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এম এ হান্নান এই আসন থেকে নির্বাচিত হন। যুদ্ধাপরাধের মামলায় গ্রেফাতার হয়ে এখন কারাগারে রয়েছেন তিনি।

এই নির্বাচনে জাতীয় পার্টি মহাজোট থেকে ২৬টি আসন পেলেও আরও প্রায় দেড়শ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির নেতারা। তা নিয়ে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ক্ষোভ রয়েছে।

প্রসঙ্গত, একাদশ সংষদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের পাশাপাশি ময়মনসিংহ-৭ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন রওশন এরশাদ। ময়মনসিংহ-৭ আসনে আওয়ামী লীগ রুহুল আমিন মাদানীকে প্রার্থী করেছে। তবে ময়মনসিংহ-৪ আসনে কোনো প্রার্থী রাখেনি আওয়ামী লীগ।

Bootstrap Image Preview