Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোলাপগঞ্জে পাক হানাদারমুক্ত দিবস পালন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview


গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

১২ ডিসেম্বর গোপালগঞ্জ হানাদার মুক্ত দিবস। আজকের এই দিনে পাক বাহিনী থেকে মুক্ত হয় গোপালগঞ্জ। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে বেলা দু’টায় চৌমুহনী থেকে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে এক আলোচোনা সভা আয়োজন করা হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমানের সভাপতিত্বে সন্তান কমান্ডের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খাঁন ছামিন ও সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আলী হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন- গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন- উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সিলেট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার মোহাম্মদ তোতা মিয়া, আমরা গোলাপগঞ্জ বাসীর সভাপতি এস এ মালেক, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান, পৌর কাউন্সিলর ফজলুর আলম,উপজেলা মৎস জীবি সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাবেক কমান্ডার আসমান আলী, আব্দুল মুতলিব, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাহ উদ্দিন পারভেজ, সেক্রেটারী জবরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুজাম্মিল আহমদ, সন্তান কমান্ডের গোলাম রসূল খান ছালিম প্রমুখ। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Bootstrap Image Preview